মোহিত সুরির পরিচালনায় ‘সইয়ারা’ সিনেমাটি মুক্তির মাত্র ১০ দিনের মাথায় ভারতের বক্স অফিসে প্রায় ২৫০ কোটি রুপি আয় করে ফেলেছে। এই রোমান্টিক মিউজিক্যাল ড্রামাটি শুধু দর্শকদের মন জয় করেনি, বরং আয়েও পেছনে ফেলেছে শাহরুখ খানের অন্যতম সফল প্রেমের সিনেমা ‘চেন্না...