মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক ছবি মুক্তি পাচ্ছে ২০২৬ সালে

বিশ্বসংগীতের ইতিহাসে এক কিংবদন্তির নাম মাইকেল জ্যাকসন। পপ সঙ্গীতের এই 'কিং অব পপ'-এর জীবনী এবার উঠে আসছে বড় পর্দায়। ‘মাইকেল’ শিরোনামের বায়োপিকটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল।
ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অ্যান্টইন ফুকুয়া, আর স্ক্রিপ্ট লিখেছেন অস্কার মনোনীত লেখক জন লোগান। মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তারই ভাইপো জাফর জ্যাকসন, যিনি জানিয়েছেন— এই চরিত্রটি তার জন্য এক আবেগঘন ও গুরুদায়িত্বপূর্ণ অভিজ্ঞতা।
এই বায়োপিকে মাইকেল জ্যাকসনের শৈশব থেকে তার বিশ্বজয়ের পথচলা, সংগীত ক্যারিয়ারের উত্থান-পতন, ব্যক্তিগত জীবনের নানা বাঁক, এবং সাংস্কৃতিক প্রভাব— সবই তুলে ধরা হবে।
গ্রাহাম কিং প্রযোজিত এ ছবিতে মাইকেলের জীবন ও ক্যারিয়ারের সেই অনন্য দিকগুলো তুলে ধরা হবে, যেগুলো সাধারণত আড়ালে থেকে যায়। শুরুতে ছবিটি ২০২৫ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে পুনরায় চিত্রায়ন ও সম্পাদনার কাজের কারণে মুক্তির তারিখ পিছিয়ে যায়।
প্রথমদিকে এটি দুই পর্বে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে নির্মাতারা সিদ্ধান্ত নেন, ছবিটি একক পূর্ণদৈর্ঘ্য বায়োপিক হিসেবেই মুক্তি দেওয়া হবে। এতে জ্যাকসনের জীবনের অন্তরালের কাহিনিগুলোর পাশাপাশি উঠে আসবে তার সৃষ্টিশীলতা, সংগ্রাম ও বিশ্বব্যাপী প্রভাব।
বিশ্বজুড়ে কোটি ভক্তের জন্য এই চলচ্চিত্র হতে যাচ্ছে এক দুর্লভ শ্রদ্ধাঞ্জলি, যেখানে পর্দায় উঠে আসবে এক শিল্পীর ব্যতিক্রমী জীবনের জ্বলন্ত অধ্যায়।