‘অন্যের রাজনৈতিক ফাঁদে পা দেবেন না’—সতর্ক করলেন সালমান মুক্তাদির

১৪ জুলাই ২০২৫ - ১২:৪৮ অপরাহ্ণ
 0
‘অন্যের রাজনৈতিক ফাঁদে পা দেবেন না’—সতর্ক করলেন সালমান মুক্তাদির

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে মোহাম্মদ সোহাগ হত্যাকাণ্ড নিয়ে নানা মহলে আলোচনা চলছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি সাধারণ মানুষকে কোনো রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট ফাঁদে না জড়ানোর আহ্বান জানিয়েছেন।

শনিবার (১২ জুলাই) দুপুরে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সালমান লেখেন, "যে ধর্ষণ ও হত্যাকাণ্ড আপনাকে কষ্ট দেয়, সেগুলো অনেক সময় রাজনৈতিক স্বার্থান্বেষীদের জন্য বিনোদনের উৎস হয়ে ওঠে। কেউ জাতীয় সংকটে কথা বললেই ধরে নেওয়া উচিত নয় যে, তারা ন্যায়বিচারের পক্ষে। অধিকাংশ সময় তারা তাদের স্বার্থসিদ্ধির সুযোগ খোঁজে—মানবতা বা সহানুভূতির জন্য নয়।"

তিনি আরও লেখেন, “যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে থেকেছে, তাদের কেউ কেউ নিজের অঙ্গহানি কিংবা জীবন বিসর্জন দিয়েছে। প্রকৃত সমাজসেবীরা রাজনীতি নয়, মানুষের কল্যাণে কাজ করেন। তাই যারা রাজনৈতিক সুফলের আশায় মাঠে নামে, তারা প্রকৃত কর্মী নয়।”

সতর্ক করে সালমান বলেন, “চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। কিছু মানুষ আছে, যারা জনতার আবেগকে হাতিয়ার বানিয়ে নিজেদের উদ্দেশ্য সাধন করতে চায়। তারা চায় আপনি দুর্বল হন, যেন তারা নিজেদের ত্রাণকর্তা হিসেবে তুলে ধরতে পারে। রাজনীতির নামে চোখ বন্ধ করে কারও পেছনে না ছুটে বরং অপরাধ ও অপরাধীর বিরুদ্ধেই অবস্থান নিন—সে যেই দলেরই হোক না কেন।”

তিনি মনে করিয়ে দেন, “সব অপরাধী রাজনীতিবিদ নয়, আবার সব রাজনীতিবিদও নির্দোষ নন। কিন্তু আমাদের যদি লক্ষ্য হয় কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধেই শুধু অবস্থান নেওয়া, তাহলে ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল লক্ষ্য হারিয়ে ফেলি। প্রত্যেক অপরাধীই শাস্তিযোগ্য—তা সে যেই দলের সদস্য হোক না কেন।”

সোহাগ হত্যাকাণ্ড নিয়ে সালমান আরও বলেন, “এই ঘটনা ইন্টারনেটে ছড়াতে সময় লেগেছে দুই দিন। অথচ এত গোয়েন্দা সংস্থা, দল বা নেতৃত্ব থাকা সত্ত্বেও ৭২ ঘণ্টার মধ্যে কেউ কোনো অবস্থান নেয়নি। বিএনপিসহ কোনো রাজনৈতিক দলও দায় স্বীকার করেনি। এ থেকেই বোঝা যায়, তথ্য ও প্রতিক্রিয়ার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে সাধারণ তরুণ-তরুণীরাই।”