ফিরছে হ্যারি পটার, প্রথম ঝলকেই মুগ্ধ ভক্তরা

দীর্ঘ বছর ধরে অপেক্ষায় আছে হ্যারি পটার ভক্তরা। অবশেষে নতুন করে ফিরছে চোট্ট হ্যারি। ইতোমধ্যেই ‘এক্সপেলিয়ারমাস’ বলে মন জয় করে নিচ্ছে অনুরাগীদের। এইচবিও’র বহুল প্রতীক্ষিত অরিজিনাল সিরিজ ‘হ্যারি পটার’এর নির্মাতারা সোমবার (১৪ জুলাই) প্রকাশ করলেন সিরিজের প্রধান চরিত্রে ডমিনিক ম্যাকলাফলিনের প্রথম ঝলক।
প্রথমে কাস্টিং নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, হ্যারি পটার হিসেবে ডমিনিক ম্যাকলাফলিনের এই প্রথম ঝলক অনেক সমালোচনাকে থামিয়ে দিয়েছে। একজন ভক্ত লিখেছেন, ওকে দারুণ লাগছে হ্যারি চরিত্রে। আরেকজন মন্তব্য করেন, এ যেন ঠিক বইয়ের কভারে থাকা হ্যারির মতো! শুভকামনা তার জন্য।
গত মে মাসে ডমিনিক ম্যাকলাফলিনকে হ্যারি পটার চরিত্রে ঘোষণা করা হয়। সঙ্গে হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে আরাবেলা স্ট্যানটন এবং রন উইজলি হয়ে আসছে আলাস্টার স্টাউট। কাস্টিং ঘোষণার পর বিশ্বজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা, তবে এই নতুন ছবির পর অনেকে স্বস্তি প্রকাশ করেছেন।