হাসপাতালে ভর্তি হৃতিক রোশানের বাবা বলিউড নির্মাতা রাকেশ রোশান

১৮ জুলাই ২০২৫ - ১৩:০৪ অপরাহ্ণ
 0
হাসপাতালে ভর্তি হৃতিক রোশানের বাবা বলিউড নির্মাতা রাকেশ রোশান

বলিউডের খ্যাতনামা পরিচালক ও অভিনেতা রাকেশ রোশান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, বুধবার (১৬ জুলাই) হঠাৎ শারীরিক অস্বস্তি অনুভব করেন রাকেশ রোশান। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আইসিইউতে স্থানান্তর করেন। পরবর্তীতে সফলভাবে অ্যানজিওপ্লাস্টি সম্পন্ন হয়।

রাকেশ রোশানের কন্যা সুনয়না রোশান জানান, “বাবার অ্যানজিওপ্লাস্টি সফলভাবে হয়েছে এবং তিনি বর্তমানে স্থিতিশীল আছেন। চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে চিন্তার কোনো কারণ নেই, তবে কিছুদিন পূর্ণ বিশ্রাম নিতে হবে।”

এ সময় পরিবারের সদস্যরা রাকেশ রোশানের পাশে রয়েছেন। স্ত্রী পিঙ্কি রোশান, মেয়ে সুনয়না রোশান, ছেলে হৃতিক রোশান এবং হৃতিকের সঙ্গী সাবা আজাদ হাসপাতালে উপস্থিত থেকে তার চিকিৎসা প্রক্রিয়ার খোঁজ রাখছেন।