এআই প্রশিক্ষণে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নয়, জানাল অ্যাপল

২৫ জুলাই ২০২৫ - ১৩:৩৬ অপরাহ্ণ
 0
এআই প্রশিক্ষণে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নয়, জানাল অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি উন্নয়নে ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের অভিযোগে যখন বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান সমালোচনার মুখে, তখন অ্যাপল জানাচ্ছে ভিন্ন বার্তা। প্রতিষ্ঠানটি বলছে, তাদের এআই মডেল তৈরি ও প্রশিক্ষণে ব্যবহারকারীদের কোনো ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হয়নি। বরং সচেতনভাবে কৃত্রিমভাবে তৈরি তথ্যভান্ডার (synthetic datasets) দিয়ে এই মডেল উন্নয়ন করা হয়েছে।

অ্যাপল সূত্রে জানা যায়, তাদের এআই অবকাঠামো দুটি ভাগে পরিচালিত হয়—
১. সরাসরি ব্যবহারকারীর ডিভাইসে
২. অ্যাপলের নিজস্ব ‘প্রাইভেট কম্পিউটিং’ অবকাঠামোর মাধ্যমে

এই দুটি ধাপে তথ্য নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে,

“ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা বরাবরই অ্যাপলের মৌলিক নীতিগুলোর একটি। এআই প্রযুক্তির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।”

অ্যাপলের মতে, গোপনীয়তা সংরক্ষণের কড়াকড়ির কারণে তথ্যভান্ডার সীমিত থাকছে, যা গুগল বা ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠানের তুলনায় তাদের কিছুটা পিছিয়ে ফেলছে। তবুও প্রতিষ্ঠানটি নিজেদের গোপনীয়তাকেন্দ্রিক নীতিকে অটুট রাখার পক্ষেই জোরালো অবস্থান নিয়েছে।

অ্যাপলের শক্তিশালী চিপসেট এবং সফটওয়্যার সমন্বয়ের মাধ্যমে বেশিরভাগ এআই ফিচার ব্যবহারকারীর ডিভাইসেই সম্পাদিত হয়। এতে আলাদা করে ক্লাউড প্রসেসিংয়ের প্রয়োজন পড়ে না, ফলে তথ্য তৃতীয় পক্ষের হাতে যাওয়ার ঝুঁকি কমে আসে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যবহারকারীরা যদি নিজেদের ডিভাইসে গুগল বা ওপেনএআইয়ের এআই টুল ব্যবহার করেন, তখন সেই তথ্য অ্যাপলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অর্থাৎ, ব্যবহারকারীর তথ্য কীভাবে ব্যবহৃত হচ্ছে— তা নিয়ে একটি নির্দিষ্ট অনিশ্চয়তা থেকেই যায়।