ভারতের হামলায় উচ্ছ্বসিত বলিউড, কী বলছেন পাকিস্তানি তারকারা

৭ মে ২০২৫ - ০৯:৩৪ পূর্বাহ্ণ
 0
ভারতের হামলায় উচ্ছ্বসিত বলিউড, কী বলছেন পাকিস্তানি তারকারা

ভারত নিয়ন্ত্রিত পেহেলগামে পর্যটকদের ওপর গত ২২ এপ্রিল হামলা চালায় বন্দুকধারীরা। এ ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। তারপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এরইমধ্যে মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।

পাকিস্তানে চালানো এসব হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ দিয়েছে ভারত। পারমাণবিক ক্ষমতাধর দুই দেশেই এখন উত্তেজনা তুঙ্গে। তবে পাকিস্তানে হামলা চালানোর ঘটনায় বলিউড তারকারা প্রশংসা করলেও একে ‘কাপুরুষতা’ বলছেন পাকিস্তানি তারকারা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে চালানো ভারতের হামলার ঘটনায় বলিউডের প্রখ্যাত অভিনেতা অনুপম খের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ভারত মাতা কী জয়’।

আবার ‘কানাডিয়ান কুমার’ খ্যাত বলিউড তারকা অক্ষয় কুমার ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতীয় সেনাবাহিনীর একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘জয় হিন্দ, জয় মহাকাল।’ আর অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ইনস্টাগ্রাম স্টোরিজে লিখেছেন, ‘ওরা বলেছিল নরেন্দ্র মোদিকে বলে দিতে। উল্টো মোদিজি ওদের যা বলার তা বলে দিলো।’

এদিকে পাকিস্তানে চালানো হামলায় বলিউড তারকারা প্রশংসা করলেও বিপরীতে একে ‘কাপুরুষতা’ বলে অ্যাখ্যা দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বলিউড তারকা শাহরুখ অভিনীত ‘রইস সিনেমার মাধ্যমে ভারতে খ্যাতি লাভ করা এ নায়িকা ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘প্রকৃত অর্থেই কাপুরুষোচিত হামলা। মহান আল্লাহ রক্ষা করুন আমাদের দেশকে। আমিন।’

এছাড়াও প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানি আলোচিত অভিনেত্রী হানিয়া আমির। বলিউড র‌্যাপার বাদশার ভালো বন্ধু তিনি। তবে নিজ দেশে হামলার ঘটনায় চুপ থাকেননি। ভারতের অপারেশন সিঁদুরের ঘটনা একদমই মেনে নিতে পারেননি এ অভিনেত্রী। তাই তো হানিয়া আমির মাত্র একশব্দে এর প্রতিক্রিয়া জানিয়েছেন। পাকিস্তানি এ তারকা লিখেছেন, ‘কাপুরুষোচিত।’