ট্রাম্পের দাবি: আমার প্রতি সম্মান জানিয়ে নোবেল নিয়েছেন মারিয়া

১১ অক্টোবর ২০২৫ - ০৯:৫২ পূর্বাহ্ণ
 0
ট্রাম্পের দাবি: আমার প্রতি সম্মান জানিয়ে নোবেল নিয়েছেন মারিয়া

এই বছর নোবেল শান্তি পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে। দীর্ঘদিন ধরেই তিনি নিজেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের অন্যতম যোগ্য প্রার্থী বলে দাবি করে আসছিলেন। এমনকি অতীতে একাধিকবার প্রকাশ্যে নোবেল পাওয়ার আশাবাদও ব্যক্ত করেছিলেন তিনি। খবর: সিএনএন

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, তার নেতৃত্বে বিশ্বব্যাপী সাতটি সম্ভাব্য যুদ্ধ এড়ানো গেছে। ইতিহাস বলছে, এ পর্যন্ত শান্তিতে নোবেল পেয়েছেন মোট চারজন মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে রয়েছেন বারাক ওবামা। তাই এবারের ফলাফলে ট্রাম্পের মধ্যে হতাশা দেখা দেয়।

পুরস্কার ঘোষণার দিন শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক ভাষণে ট্রাম্প জানান, পুরস্কার বিজয়ী মারিয়া তার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন।

“যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি আমাকে ফোন করে জানিয়েছেন—আমার প্রতি সম্মান জানিয়ে তিনি এই পুরস্কার গ্রহণ করেছেন। তার মতে, প্রকৃত যোগ্য ব্যক্তি আমি,” বলেন ট্রাম্প।

তিনি রসিকতার সুরে আরও যোগ করেন,

“আমি অবশ্য তাকে বলিনি—পুরস্কারটা আমাকেই দিন। তবে আমার মনে হয়, চাইলে তিনি হয়তো সত্যিই দিয়ে দিতেন।”

ট্রাম্প জানান, অতীতে তিনি বিভিন্নভাবে মারিয়াকে সহযোগিতা করেছেন। ভেনেজুয়েলার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে দেশটিকে সহায়তা করতেও ভূমিকা রেখেছেন তিনি।

তিন সন্তানের মা মারিয়া কোরিনা মাচাদো বর্তমানে দেশে থেকেই আত্মগোপনে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক পুরস্কারেও ভূষিত হয়েছেন।