‘মানচিত্র থেকে মুছে দেওয়ার’ হুমকি পাকিস্তানকে, কঠোর বার্তা ভারতীয় সেনাপ্রধানের
পাকিস্তানের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যদি পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করে, তবে দেশটি মানচিত্র থেকেই মুছে যেতে পারে।
শুক্রবার রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্ট পরিদর্শনের সময় এই হুঁশিয়ারি দেন জেনারেল দ্বিবেদী। ভাষণে তিনি বলেন, “ভারত পাকিস্তানকে কঠোর বার্তা দিয়েছে—সন্ত্রাসবাদে মদদ অবিলম্বে বন্ধ করতে হবে। নইলে বিশ্ব মানচিত্রে নিজেদের ভৌগোলিক অবস্থান হারানোর ঝুঁকি নিতে হবে।”
তিনি আরও বলেন, “পাকিস্তান যদি আন্তর্জাতিক অঙ্গনে টিকে থাকতে চায়, তবে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ করতেই হবে।”
জেনারেল দ্বিবেদী তাঁর বক্তব্যে ‘অপারেশন সিঁদুর ১.০’-এর প্রসঙ্গ টেনে বলেন, “সে সময় ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট সংযম দেখিয়েছে। তবে এবার আর তা হবে না। এবার আমাদের প্রতিক্রিয়া হবে আরও দৃঢ় ও সিদ্ধান্তমূলক।”
তিনি আরও যোগ করেন, “আমরা এমন পদক্ষেপ নেব যাতে পাকিস্তান ভাবতে বাধ্য হবে—তারা বিশ্ব মানচিত্রে তাদের অবস্থান বজায় রাখতে চায় কি না।”
সেনাপ্রধানের এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, সীমান্তবর্তী সন্ত্রাসবাদের জবাবে ভারত এবার আগের চেয়ে কঠোর অবস্থান নিতে যাচ্ছে। তাঁর ইঙ্গিতে বোঝা যায়, পাকিস্তান যদি সন্ত্রাস রপ্তানি অব্যাহত রাখে, তাহলে ‘অপারেশন সিঁদুর’-এর মতো আরও শক্তিশালী সামরিক অভিযান চালানো হতে পারে।
তিনি উল্লেখ করেন, সন্ত্রাসবাদের ভুক্তভোগী ভারত। তাই সীমান্ত ও নাগরিকদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিতে নয়াদিল্লি প্রস্তুত। “ভারতের ধৈর্যের সীমা আছে। যদি উসকানি অব্যাহত থাকে, ভবিষ্যতে আমরা আর সংযম দেখাব না,” বলেন তিনি।
জেনারেল দ্বিবেদী শেষ বক্তব্যে বলেন, “ভারতীয় সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত। রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদকে কোনোভাবেই সহ্য করা হবে না। আন্তর্জাতিক ও ভৌগোলিক প্রাসঙ্গিকতা ধরে রাখতে পাকিস্তানকে এখনই তাদের নীতিতে পরিবর্তন আনতে হবে।”