বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ–আফগানিস্তান যুব দলের দ্বিতীয় ওয়ানডে

৩১ অক্টোবর ২০২৫ - ১৩:৩৬ অপরাহ্ণ
 0
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ–আফগানিস্তান যুব দলের দ্বিতীয় ওয়ানডে

বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ও আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা ও একাধিকবার মাঠ পরিদর্শনের পরও খেলার উপযোগী করা সম্ভব হয়নি আউটফিল্ড।

ম্যাচ অফিসিয়ালরা জানান, মাঠের ঘাসভূমি ছিল ভেজা ও মাটি নরম। পানি নিষ্কাশনের কাজ চললেও স্যাঁতসেঁতে আবহাওয়ায় তা কার্যকর হয়নি। ফলে দুপুরের দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। সকাল থেকেই কয়েক হাজার দর্শক গ্যালারিতে জড়ো হলেও খেলা দেখতে না পেরে হতাশ হয়ে ফিরে যেতে হয় তাদের।

ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, “আউটফিল্ডে কিছু জায়গায় পানি জমে ছিল, যা সরানোর চেষ্টা করা হলেও মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি। দুই দলই সকালে হালকা অনুশীলন করলেও মূল ম্যাচ আয়োজন করা যায়নি।”

এর আগে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে মাঠের অবস্থা নাজুক হয়ে পড়ে। বৃহস্পতিবারও অবিরাম বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়। শুক্রবার আবহাওয়া কিছুটা উন্নতি হলেও আউটফিল্ড খেলায় অনুপযোগী থাকায় ম্যাচ আয়োজন সম্ভব হয়নি।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীতে।

প্রথম ওয়ানডে ম্যাচটি হয়েছিল গত মঙ্গলবার (২৮ অক্টোবর)। টসে জিতে প্রথমে ব্যাট করে আফগান অনূর্ধ্ব–১৯ দল ৯ উইকেটে ২৬৫ রান তোলে। জবাবে বাংলাদেশ দল ব্যাট হাতে দৃঢ়তা দেখায়। কালাম সিদ্দিকী এলিনের সেঞ্চুরিতে ভর করে ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩১ রান করে ফেলে স্বাগতিকরা। এরপর আলোর স্বল্পতা দেখা দিলে ম্যাচ আম্পায়াররা ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে ৫ রানে জয়ী ঘোষণা করেন।

উল্লেখ্য, শহীদ চান্দু স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা দীর্ঘদিন ধরেই অপ্রতুল। এর আগে এখানকার আউটফিল্ড সমস্যার কারণে এনসিএল টি–টোয়েন্টির একটি ম্যাচও বাতিল করতে হয়েছিল। এবারও একই সমস্যায় ভেস্তে গেল বাংলাদেশ–আফগানিস্তান যুব সিরিজের দ্বিতীয় ওয়ানডে।