১৫ ফেব্রুয়ারির আগেই হবে জাতীয় নির্বাচন: প্রেস সচিব
জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, গণভোট সংক্রান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নিজেই নেবেন। তবে যে সিদ্ধান্তই গৃহীত হোক না কেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রেস সচিব।
শফিকুল আলম বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব অবস্থান ও মতামত প্রকাশ করছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। আমরা এসবকে হুমকি হিসেবে দেখছি না। প্রধান উপদেষ্টা পরিস্থিতি বিবেচনা করে যা সর্বোত্তম মনে করবেন, সেটিই করবেন।”
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের সময় পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে রাজপথে সংগ্রাম করেছে। এখন আর নারীরা পিছিয়ে নেই, তারা সমাজের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে।”
এসময় তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের তারিখ ঘোষণা করবেন।