তুরস্কের হোটেলে আগুনের ঘটনায় মালিক-ডেপুটি মেয়রসহ ১১ জনের যাবজ্জীবন
তুরস্কের মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশের একটি স্কি রিসোর্টে আগুন লেগে শিশুসহ ৭৮ জনের মৃত্যুর ঘটনায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এ ঘটনায় নিহত ৩৪ শিশুর জন্য মোট ৩৪ বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
শুক্রবার দণ্ডিতদের মধ্যে রয়েছেন গ্র্যান্ড কার্তাল হোটেলের মালিক হালিত এরগুল, তার স্ত্রী এমিন এরগুল ও দুই মেয়ে এলিফ আরাস এবং সেয়দা হাসিবেকিরোগলু।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২১ জানুয়ারি গ্র্যান্ড কার্তাল স্কি রিসোর্টের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুতই ১২তলা হোটেলটিতে ছড়িয়ে পরে।
আগুনের ঘটনাটি তুরস্কব্যাপী ক্ষোভের সৃষ্টি করে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, হোটেলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। আগুনের সময় কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি এবং সম্পূর্ণ অন্ধকারের মধ্যে অতিথিদের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে হয়েছিল। অনেকে বহুতল ভবনটি থেকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।