নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করলেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবলে টানাপোড়েনের সময়েও নেইমারকে ঘিরে বিতর্ক থামছে না। ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচে বদলি হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছিলেন সান্তোস তারকা। তবে ম্যাচ শেষে তিনি নিজের আচরণকে ‘ভুল’ হিসেবে স্বীকার করে কোচ হুয়ান পাবলো ভয়ভোদার কাছে দুঃখ প্রকাশ করেছেন।
ব্রাজিলের শীর্ষ ক্রীড়া মাধ্যম গ্লোবো এসপোর্তে জানায়, ৩–০ গোলে পরাজিত ম্যাচে বদলি হওয়ার সময় নেইমারের প্রতিক্রিয়া কোচের সিদ্ধান্তের কারণে নয়, বরং রেফারির বিতর্কিত সিদ্ধান্তের জেরে আসে। রেফারি সাভিও পেরেইরা সাম্পায়োর কয়েকটি রায় তাকে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ করেছিল। পরে ভয়ভোদাকে ফোন করে নেইমার জানান, বদলি হওয়ায় তার কোনো আপত্তি ছিল না।
যদিও সরাসরি “দুঃখিত” শব্দটি ব্যবহার করেননি, তবু নিজের আচরণ যে অনুচিত ছিল, তা স্বীকার করেছেন তিনি। সান্তোস ক্লাবের এক সূত্র জানিয়েছে, নেইমার ও কোচের মধ্যে আলোচনা শেষে বিষয়টি এখন সম্পূর্ণ মীমাংসিত বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ।
ফোনালাপে নেইমার নাকি কোচ ভয়ভোদার প্রশংসাও করেছেন—বিশেষ করে তার অধীনে দলের সাম্প্রতিক পারফরম্যান্সে যে উন্নতি এসেছে, তা তিনি স্বীকার করেন। বর্তমানে সান্তোস অবনমন এড়াতে মরিয়া, তবে দলটি এখনো সেফ জোন থেকে দুই পয়েন্ট পেছনে অবস্থান করছে।
আগামী শনিবার লিগের অন্যতম শক্তিশালী দল পামেইরাসের বিপক্ষে ম্যাচেই সান্তোসের ভাগ্য অনেকটা নির্ধারিত হতে পারে। যদিও মঙ্গলবার সতর্কতার কারণে নেইমার অনুশীলনে অংশ নেননি।
এদিকে সমর্থকদের সঙ্গে তার সম্পর্কও এখন কিছুটা টানাপোড়েনের মধ্যে। হতাশার মৌসুমে নিজেকে প্রমাণ করা এবং দর্শকদের আস্থা ফিরে পাওয়া এখন নেইমারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
চাপ ও সমালোচনার এই সময়ে তার আত্মসমালোচনামূলক অবস্থান ক্লাবের ভেতরে নতুন এক ইতিবাচক সুর বয়ে আনতে পারে—যদি সেটি মাঠের পারফরম্যান্সেও প্রতিফলিত হয়।