জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে দিল্লির কড়া প্রতিক্রিয়া

৩১ অক্টোবর ২০২৫ - ১৩:০৭ অপরাহ্ণ
 0
জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে দিল্লির কড়া প্রতিক্রিয়া

বিশ্বখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েক আগামী মাসে বাংলাদেশ সফরে আসতে পারেন—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে তার সফর ঘিরে প্রচারণাও চালাচ্ছে। তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, এ বিষয়ে এখনো মন্ত্রণালয়ের কাছে কোনো আনুষ্ঠানিক বার্তা বা অনুরোধ আসেনি।

এদিকে, জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফরের খবর পৌঁছেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত। ৩০ অক্টোবর নয়াদিল্লিতে আয়োজিত মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,
“ডা. জাকির নায়েক ভারতে পলাতক আসামি এবং আমাদের আদালতে তার বিরুদ্ধে মামলা চলমান। তিনি যেখানেই যান না কেন, আমরা আশা করি সংশ্লিষ্ট দেশ আমাদের নিরাপত্তা উদ্বেগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

২০১৬ সালে ভারত ছাড়েন ডা. জাকির নায়েক। এরপর থেকে তিনি মালয়েশিয়ায় বসবাস করছেন। বিজেপি সরকার তার বিরুদ্ধে ঘৃণা ও উসকানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করে, পাশাপাশি অর্থপাচারের অভিযোগেও মামলা করে ভারতের তদন্ত সংস্থাগুলো। পরে ভারতের জনপ্রিয় ইসলামিক চ্যানেল ‘পিস টিভি’র সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।

নিজ দেশে ফেরার বিষয়ে একাধিকবার মন্তব্য দিয়েছেন এই বিতর্কিত বক্তা। তার দাবি, ভারতে তিনি ন্যায়বিচার পাবেন না, তাই দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই তার।