ফিলিপাইনে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

১০ অক্টোবর ২০২৫ - ১০:৩৬ পূর্বাহ্ণ
 0
ফিলিপাইনে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে আনুমানিক ৬২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কম্পনের তীব্রতায় মিন্দানাওয়ের বিভিন্ন অঞ্চলে ভবন কেঁপে ওঠে এবং আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসে। স্থানীয় সময় সকালেই এই ভূমিকম্প অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে ফিলিপাইনের সেবু প্রদেশে ৬.৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছিল। এর পরদিনই (৯ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলের একটি শহরের কাছে ৪.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ধারাবাহিক ভূমিকম্পের ঘটনায় ফিলিপাইনের ভূমিকম্পপ্রবণ অঞ্চলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে।