জাতীয় দলের দরজা সাকিবের জন্য সর্বদা উন্মুক্ত: বিসিবি

দেশের রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। বহু আগেই দেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি, কিন্তু উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটিও সম্ভব হয়ে ওঠেনি। ভারতের বিপক্ষে শেষ সিরিজে অংশ নেওয়ার পর থেকে জাতীয় দলের স্কোয়াডে তার আর দেখা মেলেনি।
এদিকে, দেশের মাটিতে সাকিবের ফেরার সম্ভাবনা ও সময় নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের। সম্প্রতি বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, সাকিবের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।
এ বিষয়ে এবার মুখ খুলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, "সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার। এ বিষয়ে কোনো বিকল্প মত নেই। জাতীয় দলের দরজা তার জন্য সবসময় খোলা রয়েছে। এখন সিদ্ধান্ত নেবে নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট।"
তিনি আরও বলেন, "আগে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হতো, সেটা আমি বলতে পারি না। তবে এখনকার সভাপতি পুরো দায়িত্ব দিয়েছেন ক্রিকেট অপারেশন্স ইউনিট, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের হাতে। তারা বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছে।"
অন্যদিকে, জাতীয় দলে না থাকলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন সাকিব। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখান তিনি। ব্যাট হাতে তুলে নেন ঝোড়ো হাফ সেঞ্চুরি, এরপর বল হাতে শিকার করেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট।
তবে দ্বিতীয় ম্যাচে এমন উজ্জ্বলতা দেখা যায়নি সাকিবের পারফরম্যান্সে। অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেন্সের বিপক্ষে দুবাই ক্যাপিটালস প্রথমে ব্যাট করে ২০ ওভারে সংগ্রহ করে ১৪১ রান। পাঁচ নম্বরে নেমে সাকিব করেন মাত্র ৭ রান (১০ বলে, একটি ছক্কা)। বোলিং শুরু করলেও ৪ ওভারে উইকেটশূন্য থেকে দেন ৩৪ রান। ব্যাটে-বলে নিষ্প্রভ অবদান রেখে শেষ পর্যন্ত তার দল হেরে যায় ৭ উইকেটে।
এই দুই ভিন্ন রূপের পারফরম্যান্সের মাঝেও সাকিবের জাতীয় দলে ফেরাকে ঘিরে আলোচনা আবারও তীব্র হয়ে উঠেছে—প্রশ্ন একটাই, কবে ফিরছেন সাকিব আল হাসান?