তাসকিন-সাকিবের তোপে শুরুতেই বিপদে শ্রীলঙ্কা

২ জুলাই ২০২৫ - ১১:৪৩ পূর্বাহ্ণ
 0
তাসকিন-সাকিবের তোপে শুরুতেই বিপদে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লাল বলের খেলা শেষে এবার রঙিন পোশাকের ক্রিকেটে স্বাগতিকদের মুখোমুখি টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে শুরুতে ব্যাটিং করছে লঙ্কানরা।

বুধবার (২ জুলাই) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বল করতে নেমে শুরু থেকেই আগুন ঝরানো বোলিং করছেন টাইগার পেসাররা। 

ইনিংসের প্রথম ওভারেই মেইডেন নেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারে দারুণ বোলিং করেছেন তানজিম সাকিবও। দুই প্রান্ত থেকেই দারুণ শুরুর পর উইকেট পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। 

নিজের দ্বিতীয় আর ইনিংসের চতুর্থ ওভারে তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসবন্দী হয়ে আউট হন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা (০)। এরপর আরেক ওপেনার নিশান মাদুস্কাকে (৬) বোল্ড করেন তাসকিন। 

ফলে ১১ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে লঙ্কানরা। এরপর সপ্তম ওভারে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পান তাসকিন। এবার তার বলে ক্যাচ তুলে দিয়ে অধিনায়ক মেহেদী মিরাজের মুঠোবন্দী হয়ে সাজঘরের পথ ধরেন কামিন্সু মেন্ডিস (০)। 

২৯ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক আসালাঙ্কা ও কুশল মেন্ডিস দলকে টেনে নিয়ে যাচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৬৯ রান।  মেন্ডিস ৩৩ ও আসালাঙ্কা ২৬ রানে ব্যাট করছেন।