ব্যর্থতায় চাকরি হারালেন হামজাদের কোচ

১৯ জুন ২০২৫ - ১৩:১৯ অপরাহ্ণ
 0
ব্যর্থতায় চাকরি হারালেন হামজাদের কোচ

কিছুদিন আগেই বাংলাদেশের জার্সিতে  ঘরের মাঠে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। দেশের মাটিতে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই তার দলকে হজম করতে হয়েছে পরাজয়। বাংলাদেশের জাতীয় দল ২-১ গোলে হেরে গেছে প্রতিপক্ষের কাছে। আর এই ম্যাচেই প্রথমবার দেশের জার্সিতে খেলেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী।

তবে এই হতাশা হামজা চৌধুরীর জন্য সম্পূর্ণ নতুন ছিল না। এর ঠিক আগেই আরও বড় একটি ধাক্কা খেয়েছিলেন তিনি। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে যায়। ওয়েম্বলিতে অনুষ্ঠিত সেই শ্বাসরুদ্ধকর ম্যাচে টমি ওয়াটসনের শেষ মুহূর্তের গোলে প্রিমিয়ার লিগে ওঠার তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।

গত মৌসুমে শেফিল্ড ইউনাইটেড সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার জন্য বেশ জোরেশোরেই লড়াই করছিল এবং একসময় চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষেও ছিল। কিন্তু মৌসুমের শেষ সাত ম্যাচে মাত্র দুটি জয় তাদের পিছিয়ে দেয়। ফলে, লিডস ইউনাইটেড ও বার্নলি সরাসরি প্রিমিয়ার লিগে উঠে যায়, আর শেফিল্ডকে প্লে-অফের কঠিন লড়াইয়ে নামতে হয়। সেমিফাইনালে ব্রিস্টল সিটিকে হারালেও ফাইনালে এসে তাদের হার মেনে নিতে হয়।

এই ব্যর্থতার পরই কোচ ক্রিস ওয়াইল্ডারকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় শেফিল্ড ইউনাইটেড। বুধবার (১৮ জুন) ক্লাবের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ওয়াইল্ডার ও তার সহকারীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

গত ডিসেম্বরে মার্কিন মালিকানাধীন সিওএইচ স্পোর্টস কনসোর্টিয়াম ক্লাবটির মালিকানা গ্রহণ করার পর ওয়াইল্ডারের সঙ্গে দীর্ঘমেয়াদি, ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত চুক্তি করেছিল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল না আসায় তারা এখন নতুন কোচের খোঁজে আছে। সম্ভাব্য কোচ হিসেবে আলোচনায় আছেন সাউথ্যাম্পটন ও হাল সিটির সাবেক ম্যানেজার রুবেন সেলেস।

৫৭ বছর বয়সী ক্রিস ওয়াইল্ডার শেফিল্ড ইউনাইটেডের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম। ২০১৬ সালে যখন ক্লাবটি ইংল্যান্ডের তৃতীয় স্তরের লিগ ওয়ানে ছিল, তখন তার কোচিংয়েই দলটি উঠে আসে চ্যাম্পিয়নশিপে। এরপর ২০১৯ সালে ইউনাইটেডকে প্রিমিয়ার লিগেও নিয়ে যান তিনি। যদিও ২০২১ সালে প্রথম দফায় দায়িত্ব ছাড়েন ওয়াইল্ডার।

২০২৩ সালের ডিসেম্বরে ক্লাব যখন আবারও সঙ্কটে পড়ে, তখন আবার দায়িত্ব নেন তিনি। তবে এবারও কক্ষপথে ফেরাতে পারেননি ইউনাইটেডকে। ফলে প্রিমিয়ার লিগে উঠতে না পারার দায়ে ফের বিদায় নিতে হলো তাকে।