মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে হত্যা: মুখ খুললেন অভিনেত্রী বাঁধন

১২ জুলাই ২০২৫ - ০৯:৩৯ পূর্বাহ্ণ
 0
মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে হত্যা: মুখ খুললেন অভিনেত্রী বাঁধন

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চত্বরে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে ভাঙারি ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে। গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় শত শত মানুষের সামনে সংঘটিত এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যার পর মৃতদেহটিকে সড়কে ফেলে রেখে হত্যাকারীরা প্রকাশ্যে উন্মত্ত আচরণ করতে থাকে। ঘটনায় জনমনে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ পর্যন্ত কোতোয়ালি থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

সামাজিক মাধ্যমে হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন। এই তালিকায় আছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনও। শুক্রবার (১১ জুলাই) রাতে তিনি হত্যাকাণ্ডের একটি স্কেচ চিত্র শেয়ার করে লিখেছেন, “এটি নিছক একটি ছবি নয়, এটি ভয়ঙ্কর বাস্তবতা। একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, আর আশপাশের লোকজন নির্বিকার দাঁড়িয়ে দেখছে। কেউ বাধা দিচ্ছে না, কেউ সাহায্যে এগিয়ে আসছে না। এ রকম নিষ্ঠুরতা কীভাবে সম্ভব? আমরা কী ধরনের সমাজে বাস করছি?”

সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বাঁধন। তিনি বলেন, “সরকার প্রতিবারের মতো এবারও নিশ্চুপ। আমি কি এই দেশে নিরাপদ? সত্যি করে বলতে পারি, আমার অনুভূতি প্রকাশ করার স্বাধীনতা আছে? নাকি শুধু সত্য বলার জন্যই আমি হবো পরবর্তী লক্ষ্যবস্তু?”

মিটফোর্ডে এই মর্মান্তিক ঘটনার পেছনে চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে। জানা গেছে, নিহত সোহাগ দীর্ঘদিন ধরে এলাকায় ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ রয়েছে, চাঁদা না দেওয়ার কারণে যুবদলের কয়েকজন নেতাকর্মী তাকে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর যুবদল অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কার করেছে।

এদিকে, পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত মূল আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও ধরতে অভিযান অব্যাহত রেখেছে।