বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়িত্ব থেকে পুতুল ছুটিতে, দায়িত্ব নেবেন ড. ক্যাথরিনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সায়মা ওয়াজেদ পুতুল। তবে দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) থেকে এই ছুটি কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। WHO মহাপরিচালক ড. তেড্রোস আধানম ঘেব্রেয়েসাস সংস্থার অভ্যন্তরীণ একটি বার্তায় এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, “সায়মা ওয়াজেদ ১১ জুলাই থেকে ছুটিতে থাকবেন এবং এই সময়ে তাঁর দায়িত্ব পালন করবেন WHO-এর সহকারী মহাপরিচালক ড. ক্যাথরিনা বোহমি।” তিনি ১৫ জুলাই দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়, নয়াদিল্লিতে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
স্বাস্থ্যভিত্তিক আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা হেলথ পলিসি ওয়াচ–এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সায়মা ওয়াজেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে দুটি মামলা দায়ের করে। এই অভিযোগগুলোরই প্রেক্ষিতে WHO তাঁকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে।প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে শুরু থেকেই তাঁর মনোনয়ন নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ রয়েছে, সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাঁকে এ পদে মনোনীত করা হয়েছিল।