জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করে অমিতাভ বচ্চনের প্রশংসা

৪ জুলাই ২০২৫ - ১৩:২৩ অপরাহ্ণ
 0
জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করে অমিতাভ বচ্চনের প্রশংসা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জয়া আহসান আবারও আলোচনার কেন্দ্রে। চরিত্রের গভীরতায় নিজেকে বারবার প্রমাণ করা এই অভিনেত্রী এবার পর্দায় হাজির হচ্ছেন এক ভিন্নরূপে—মায়ের চরিত্রে। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ‘ডিয়ার মা’ ছবিতে প্রথমবার মায়ের ভূমিকায় দেখা যাবে জয়াকে।

বৃহস্পতিবার (৩ জুলাই) অনলাইনে প্রকাশিত হয়েছে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার। ৩ মিনিট ৩০ সেকেন্ডের এই ট্রেলারটিতে মা ও মেয়ের জটিল সম্পর্ক, আবেগ এবং দ্বন্দ্ব স্পষ্টভাবে ফুটে উঠেছে। ট্রেলারটি প্রকাশের পরপরই দর্শকমহলে ব্যাপক আগ্রহের জন্ম নেয়।

এই আগ্রহ আরও বেড়ে যায় যখন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন নিজেই সিনেমার ট্রেলারটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। শুক্রবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ট্রেলারটি শেয়ার করে অমিতাভ লিখেন, “টোনি দা… আমার শুভকামনা সবসময় তোমার সঙ্গে।”

অমিতাভ বচ্চনের এমন শুভকামনায় অভিভূত জয়া আহসানও সেই পোস্টটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন। প্রতিক্রিয়ায় তিনি লেখেন, “একটু হাসি দিয়ে শুরু হলো আমার শুক্রবার। অমিতাভ বচ্চন স্যার 'ডিয়ার মা'-এর ট্রেলার শেয়ার করেছেন। স্যার, আপনার আশীর্বাদের জন্য অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা।”

‘ডিয়ার মা’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৮ জুলাই। মুক্তিকে সামনে রেখে বর্তমানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন জয়া ও চন্দন রায় সান্যাল। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামনকে।