সীমান্তে আর কোনো অনুপ্রবেশ বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

৪ জুলাই ২০২৫ - ১৩:৩৭ অপরাহ্ণ
 0
সীমান্তে আর কোনো অনুপ্রবেশ বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

বাংলাদেশের সীমান্তে আর কোনো ধরনের ‘পুশ ইন’ মেনে নেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসঙ্গে তিনি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনারও তীব্র নিন্দা জানান।

শুক্রবার (৪ জুলাই) ঠাকুরগাঁও জেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, “ভারতীয় মুসলিমদের বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা চলছে। এই অনৈতিক অনুপ্রবেশ আমরা কোনোভাবেই মেনে নেব না। গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ অধিকার ফিরিয়ে এনেছে, এখন দেশের সীমান্তেও একইভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশের পুরোনো শাসনব্যবস্থাই চালু রয়েছে। তাই বৈষম্যহীন, গণতান্ত্রিক একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য একটি কার্যকর ও জনগণের পাশে থাকা রাজনৈতিক কাঠামো প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টি সে লক্ষ্যে কাজ করছে।”

এর আগে অন্য একটি পথসভায় নাহিদ ইসলাম বলেন, “নতুন বাংলাদেশ গঠনের সংগ্রামে আমরা লিপ্ত, যেখানে ফ্যাসিবাদ, সন্ত্রাসবাদ ও চাঁদাবাজির মতো কালো ছায়াগুলোর স্থান থাকবে না। এই আন্দোলনে যুব সমাজের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, কারণ ইতিহাস প্রমাণ করেছে—যতবার যুবসমাজ এগিয়েছে, ততবার বাংলাদেশ এগিয়ে গেছে।”

পথসভা শেষে স্থানীয় একটি মসজিদে দলীয় নেতাকর্মীরা জুমার নামাজ আদায় করেন। এরপর রংপুরের পীরগঞ্জ, দিনাজপুর এবং বগুড়ার বিভিন্ন স্থানে ধারাবাহিক পথসভা করার কথা রয়েছে এনসিপি’র।