এবার গাজাতেও যুদ্ধবিরতির দাবি জানাল ইসরায়েলের বিরোধী নেতারা

যুক্তরাষ্ট্রের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এবার গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা। খবর আল জাজিরা
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে গোলান বলেন, ‘এখনই সময় মিশন সম্পূর্ণ করার। সব বন্দিদের ফিরিয়ে আনতে হবে, গাজায় যুদ্ধের ইতি টানতে হবে এবং সেই অভ্যুত্থান একেবারে বন্ধ করতে হবে, যা ইসরায়েলকে দুর্বল, বিভক্ত ও অসহায় করে তুলছে।’
এদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বিরোধীদলীয় নেতা ও ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদও একই আহ্বান জানিয়েছেন।
টাইমস অব ইসরায়েলকে তিনি বলেন, ‘এখন গাজার পালা। সেখানে কাজ শেষ করার সময় এসেছে। বন্দিদের ফিরিয়ে আনতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েলকে পুনর্গঠনের কাজ শুরু করতে হবে।’
বিরোধী দলীয় নেতাদের পাশাপাশি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের স্বজনেরাও।