রাতভর ইরানে হামলায় নিহত ৯, আহত ৩৩

২৪ জুন ২০২৫ - ১০:৩৭ পূর্বাহ্ণ
 0
রাতভর ইরানে হামলায় নিহত ৯, আহত ৩৩

ইরানের উত্তরাঞ্চলে ‘সন্ত্রাসী’ হামলায় নয়জন নিহত হয়েছে। এছাড়া এ হামলায় চারটি বাড়িও ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি 

গিলানের গভর্নর অফিস জানিয়েছে, আস্তানেহ-ইয়ে আশরাফিয়াহ শহরে হামলায় ৩৩ জন আহত হয়েছেন। এটি একটি সন্ত্রাসী হামলা।

ইরানের মিডিয়ার খবর বলা হয়েছে, এ হামলার পেছনে ইসরায়েল জড়িত। গিলানের ডেপুটি গর্ভনর বলেছেন, নিহত এবং আহতদের মধ্যে ১৬ নারী ও শিশু রয়েছে। 

কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এ হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকী নিহত হয়েছেন।

ইসরায়েল সেনাবাহিনীও রাতভর ইরানে চালানো হামলায় একজন সিনিয়র বিজ্ঞানী নিহত হওয়ার খবর জানিয়েছে।