কেঁপে উঠবে তেহরান, ইসরায়েলি মন্ত্রীর হুঁশিয়ারি

২৪ জুন ২০২৫ - ১০:৪৬ পূর্বাহ্ণ
 0
কেঁপে উঠবে তেহরান, ইসরায়েলি মন্ত্রীর হুঁশিয়ারি

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এর জবাবে তেহরানের কেন্দ্রে ইরানের সরকারি স্থাপনায় জোরালো হামলা করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। খবর বিবিসি 

ইসরায়েলের দাবি ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইরায়েলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, তেহরান কাঁপবে।  

এদিকে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেছে। 

এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ ভোরে বলেছিলেন যে ইসরায়েল যদি হামলা বন্ধ করে তবেই তারা জবাব দেওয়া বন্ধ করবেন।