সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীজুড়ে তীব্র যানজট

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় আজ রোববার (৩ আগস্ট) ছাত্রদল, এনসিপি ও সাইমুম শিল্পী-গোষ্ঠীর আয়োজনে পৃথক তিনটি কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও পরীক্ষার্থীরা।
এদিকে আজ সপ্তাহের প্রথম কর্মদিবস এবং একই সঙ্গে এইচএসসি ও বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সড়কে যাত্রী ও যানবাহনের চাপ আরও বেড়ে যায়। সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে রাজধানীর শ্যামলী, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় যানজটের তীব্রতা স্পষ্ট হয়ে ওঠে।
শ্যামলীতে বাসের অপেক্ষায় থাকা চাকরিজীবী ফরহাদ হোসেন বলেন, গাড়িতে পা রাখার জায়গা নেই। আবার যানজটের কারণে গাড়িতে উঠলেও সময়মতো পৌঁছানো অনিশ্চিত।
সিএনজি চালক রুবেল জানান, টেকনিক্যাল থেকে শ্যামলী আসতেই ৩৫ মিনিট লেগেছে, যেখানে স্বাভাবিক সময়ে সর্বোচ্চ ১০ মিনিট লাগতো।
ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কগুলো হলো
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: সোনারগাঁও সিগন্যাল/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।
কাটাবন মোড়: সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আগত যানবাহনগুলো কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।
মৎস্য ভবন মোড়: হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনগুলো মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) হয়ে চলাচল করবে।
অপরদিকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহন মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।
টিএসসি/রাজু ভাস্কর্য: নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্বর ক্রসিং থেকে আসা যানবাহন টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।
এদিকে এই তিনটি কর্মসূচি ঘিরে প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস, এন, মো. নজরুল ইসলাম।
ডিএমপি আরও জানিয়েছে, এসব এলাকায় গণসমাগম বেশি হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তাই জনসাধারণের নিরাপত্তা ও চলাচলের সুবিধার্থে বিকল্প রুট ব্যবহার করার অনুরোধ জানানো হয়।