আজ শহিদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি, চলছে প্রস্তুতি

কেন্দ্রীয় শহিদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় দলটির নেতারা এই ইশতেহার ঘোষণা করবে। এ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চলছে সমাবেশ মঞ্চ প্রস্তুতির চূড়ান্ত কার্যক্রম।
আজকের সমাবেশে ইশতেহার ঘোষণার পাশাপাশি ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিও জানানো হবে বলে জানিয়েছেন এনসিপির নেতারা। সমাবেশটি বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে দলটির নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন শহিদ মিনার প্রাঙ্গণে।
এদিকে এই আয়েজনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। লাগানো হয়ে হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। আর সাদা পোষাকে নজরদারি করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন।