মানবিক সহায়তা নিতে আসা মানুষের ওপরও ইসরায়েলি বর্বরতা

২৬ জুন ২০২৫ - ০৮:২৭ পূর্বাহ্ণ
 0
মানবিক সহায়তা নিতে আসা মানুষের ওপরও ইসরায়েলি বর্বরতা

ফিলিস্তিনের গাজায় প্রতিদিনই বাড়ছে স্বজন হারানোর কান্না, বাড়ছে শিশুদের আর্তনাদ। খাদ্য ও মানবিক সহায়তা নিতে আসা মানুষের ওপরও চালানো হচ্ছে গুলি। ইসরায়েলি এমন বর্বর হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৮০ ফিলিস্তিনির প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪০০ জন।

বৃহস্পতিবার (২৬ জুন) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। নিহতরা খাদ্য ও মানবিক সহায়তা নিতে গিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা সূত্র।

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের উত্তর-পূর্বাঞ্চলের রামাল্লার কাফর মালেক এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। সেদিন দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাসের যোদ্ধারা।

জবাবে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। দেড় বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫৬ হাজার ১৫৬ জন মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী-শিশু। আহত হয়েছেন ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষ।