মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই, কেউ নিখোঁজ নেই: মাইলস্টোনের অধ্যক্ষ

৩ আগস্ট ২০২৫ - ০৯:০১ পূর্বাহ্ণ
 0
মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই, কেউ নিখোঁজ নেই: মাইলস্টোনের অধ্যক্ষ

রাজধানী উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ১২ দিন পর আবারও শুরু হয়েছে কলেজটির কার্যক্রম। তবে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলেও আজ কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা হবে না। দিনের শুরুতে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষাপ্রতিষ্ঠান। 

রোববার (৩ আগস্ট) কলেজটির অধ্যক্ষ সাংবাদিকদের জানান, সবার সহযোগিতায় ভয়াবহ দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই, কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। 

তিনি বলেন, যাদের মরদেহ তাৎক্ষণিক চিহ্নিত করা যায়নি, তাদের ডিএনএ টেস্ট করে পরিচয় নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক ও ভয় কাটানোর জন্য কাউন্সেলিং করা হচ্ছে। অভিভাবকদের অনুরোধে ক্যাম্পাস উন্মুক্ত করে দেয়া হয়েছে। সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে চাচ্ছেন। আগামী মঙ্গলবার থেকে যথা নিয়মে ক্লাস শুরু হবে। 

    গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনায় মোট ৩৩ জন নিহত হয়েছে। যার মধ্যে- ২৭ শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ৩ অভিভাবক ও ১ আয়া।