গল টেস্টের প্রথম সেশনে ব্যাট হাতে শান্ত-মুশফিকের লড়াই

১৭ জুন ২০২৫ - ০৮:৫৪ পূর্বাহ্ণ
 0
গল টেস্টের প্রথম সেশনে ব্যাট হাতে শান্ত-মুশফিকের লড়াই

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটি শেষ হয়েছে দুই দলেরই নিয়ন্ত্রিত পারফরম্যান্সে। টপ অর্ডার ব্যাটসম্যানদের দ্রুত হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দৃঢ়তাপূর্ণ জুটিতে কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। প্রথম সেশন শেষে ২৮ ওভার খেলে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯০ রান।

গলে দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার এনামুল হক বিজয়। এরপর দ্বিতীয় উইকেটে মুমিনুল হক ও সাদমান ইসলাম ৬৪ বলে ৩৪ রানের একটি জুটি গড়েন, যা প্রাথমিক ধাক্কা সামাল দিতে সাহায্য করে। তবে অভিষিক্ত থারিন্দু রথনায়েকের স্পিন ভেল্কিতে ৮ বলের ব্যবধানে এই দুজন ব্যাটসম্যানকেই হারায় টাইগাররা। রথনায়েকের বলে সাদমান ১৪ রানে এবং মুমিনুল ২৯ রানে বিদায় নেন।

এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজনে মিলে ৭১ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। সেশন শেষে নাজমুল ৪৩ বলে ২৫ রানে এবং মুশফিক ৩১ বলে ২০ রানে অপরাজিত আছেন। তাদের এই জুটি বাংলাদেশকে প্রথম সেশনে আরও বড় বিপর্যয় থেকে রক্ষা করেছে এবং দ্বিতীয় সেশনের জন্য আশার আলো দেখাচ্ছে।

শ্রীলঙ্কার পক্ষে বল হাতে দারুণ শুরু করেছেন অভিষিক্ত থারিন্দু রথনায়েক। তিনি ৫২ রান খরচ করে ২ উইকেট শিকার করেছেন। এছাড়া ফার্নান্ডো ১২ রানে ১ উইকেট নিয়েছেন। প্রথম সেশনের এই লড়াই দ্বিতীয় সেশনে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।