হাদির ওপর হামলাকারীরা পালিয়ে গেছে, এমন তথ্য নেই: ডিএমপির মুখপাত্র
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা পালিয়ে গেছে কিনা এমন কোন তথ্য জানা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। রোববার (১৪ ডিসেম্বর) সকালে পল্টনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এরইমধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধীরা পালিয়ে গেছে কিনা এমন কোন তথ্য জানা নেই বলেও জানান তিনি। কেন তাকে হত্যা চেষ্টা করা হয়েছে সে বিষয়গুলো তদন্তে উঠে আসবে।
ভোটের মাঠের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে, নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট, টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলেও জানান ডিসি মিডিয়া।