ব্যাটিং দুর্বলতা কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ নারী দল
নারী ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতা পেছনে ফেলে দ্বিতীয় জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের বিশাখাপত্তনমে সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে দলের ব্যাটিং লাইনআপ ছন্দ হারায়। ইংল্যান্ডের বিপক্ষে সুবহানা মুস্তারি ও রাবেয়া খানের ব্যাটে কিছুটা লড়াই করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ রানের বড় পরাজয় সমর্থকদের মনে হতাশার ছাপ ফেলে গেছে।
সেই ব্যর্থতা ভুলে আজ চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে নিগার সুলতানা জ্যোতিদের দল। তবে প্রতিপক্ষ প্রোটিয়া নারীরা দারুণ ফর্মে রয়েছে— সাম্প্রতিক দুই ম্যাচে তারা নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারতকে হারিয়ে শক্ত প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
বাংলাদেশকে জয়ের পথে ফিরতে হলে বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও এগিয়ে আসতে হবে। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটিং পারফরম্যান্স হবে ম্যাচের মূল চাবিকাঠি।
ওপেনার রাবিয়া হায়দার প্রথম ম্যাচে ফিফটি করলেও পরবর্তী দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন। তিন নম্বরে ব্যাট করা শারমিন আক্তারকে ওপেনিংয়ে প্রোমোশন দেওয়া হয়েছিল, কিন্তু সেখানেও সাফল্য পাননি। তাই আজকের ম্যাচে দলে ফারজানা হকের ফেরার সম্ভাবনা আছে।
অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকেও এখনো বড় ইনিংস আসেনি। দলকে এগিয়ে নিতে হলে সামনে থেকে পারফর্ম করতেই হবে তাকে। মাঝের সারিতে সুবহানা মুস্তারির দায়িত্ব হবে ইনিংসকে লম্বা করা, আর শেষদিকে রাবেয়া খানের ওপর থাকবে দ্রুত রান তোলার চাপ।
বোলিং বিভাগে মারুফা আক্তারই হতে পারেন দলের ভরসা। ইনসুইং ডেলিভারিতে প্রতিপক্ষ ব্যাটারদের বিপাকে ফেলার ক্ষমতা রাখেন এই পেসার। তার সঙ্গে লেগ স্পিনার ফাহিমা খাতুন ও অলরাউন্ডার স্বর্ণাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের দুই জয়ই এসেছে পাকিস্তানের বিপক্ষে। আজ প্রোটিয়াদের হারিয়ে জয়ের সংখ্যা তিনে নিতে পারলে দল নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাবে— এখন সেটিই দেখার অপেক্ষা।