আফগানিস্তান সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই পেল দুঃসংবাদ। চোটের কারণে দলের নিয়মিত ওপেনার লিটন দাস ছিটকে গেছেন আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে। অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে তাকে পুরোপুরি সুস্থ হতে। ফলে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটারকে ছাড়াই সিরিজ খেলতে হবে টাইগারদের।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের ঠিক আগে অনুশীলনে সাইড স্ট্রেইনের চোটে পড়েন লিটন। তখন টিম ম্যানেজমেন্ট মনে করেছিল, আঘাতটি তেমন গুরুতর নয়। কিন্তু বাস্তবে চোট দীর্ঘায়িত হয় এবং ভারতের বিপক্ষে ম্যাচের আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেও তাকে মাঠে নামানো যায়নি। একই কারণে পাকিস্তানের বিপক্ষেও খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।
লিটনের অনুপস্থিতি দলে পরিবর্তন আনতে বাধ্য করছে নির্বাচকদের। টি-টোয়েন্টি স্কোয়াডে যেমন রদবদল আসবে, তেমনি ওয়ানডে দলেও একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা সফরে থাকা নাঈম শেখকে রাখা হতে পারে দলে। আর ওয়ানডে সিরিজে লিটন না খেলতে পারলে তার বিকল্প হিসেবে জায়গা পেতে পারেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।
আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুটি দলই ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর পরপরই সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট ধরবেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তসহ স্কোয়াডের সদস্যরা। বর্তমানে তারা এনসিএল টি-টোয়েন্টিতে খেলছেন।
সূচি অনুযায়ী, শারজাহতে ২, ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে হবে তিনটি ওয়ানডে ম্যাচ।