ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে অনিশ্চয়তা
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্ধারিত বৈঠক এখনো নিশ্চিত নয়। সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ ধরনের কোনো বৈঠকের সময়সূচি এখনো ঠিক হয়নি। ভবিষ্যতে বৈঠক চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সাংবাদিকদের সঙ্গে টেলিফোনে আলাপকালে শফিকুল আলম বলেন, “আগেই জানিয়েছিলাম, প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে রোম যাচ্ছেন। সফরকালে তিনি কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি কোথাও বলিনি যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক নির্ধারিত হয়েছে।”
তিনি আরও বলেন, “গণমাধ্যমকে অনুরোধ করবো— এ বিষয়ে তথ্য প্রকাশের সময় সঠিক তথ্য উপস্থাপন করতে এবং পূর্বে প্রকাশিত ভুল তথ্য সংশোধন করতে।”
ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে ইতোমধ্যে রোমে পৌঁছেছেন অধ্যাপক ইউনূস। স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় তিনি ইতালির রাজধানীতে পৌঁছান। সফর শেষে আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।