চলতি বছরে দু’বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান, কবে কখন কোথায়

চরম অনিশ্চয়তার পর অবশেষে পরিষ্কার হলো এশিয়া কাপের ভবিষ্যৎ। পহেলগামে হামলার পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আবার উত্তপ্ত হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে শোনা গিয়েছিল, এশিয়া কাপে অংশ নাও নিতে পারে ভারত। কিন্তু সেই জট কেটে গেছে। এশিয়া কাপ ২০২৫ আয়োজনে সম্মতি দিয়েছে ভারত। একই গ্রুপে পড়ায়, এক সপ্তাহে দু’বার ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
গ্রুপ পর্বের পরে ‘সুপার ফোর’ পর্ব অনুষ্ঠিত হবে। সেখানেও ফের একবার দেখা যেতে পারে ভারত-পাকিস্তান দ্বৈরথ। তার সম্ভাব্য তারিখ ১৪ সেপ্টেম্বর। আর যদি দু’দল ফাইনালে পৌঁছে যায়, তাহলে ২১ সেপ্টেম্বর তৃতীয়বার মুখোমুখি হতে পারে এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ।
এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অংশ নিচ্ছে মোট ছয়টি দেশ, তারা হলো- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে মুখোমুখি হবে।
পরবর্তী তিনটি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। তবে ফরম্যাটে পরিবর্তন আসবে প্রতি আসরে। ২০২৭ সালের আসরটি হবে ৫০ ওভারের ফরম্যাট, ২০২৯ সালের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাট এবং ২০৩১ সালের আসরটি হবে ৫০ ওভারের ফরম্যাটে।
এশিয়া কাপ ছাড়াও চলতি বছরে মহিলা বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে, যা নিয়েও বাড়ছে আগ্রহ।