যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরে গিয়ে সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিকের মৃত্যু
গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় অংশ নিতে চলতি সপ্তাহের শুরুতে মিশরে গিয়েছিলেন কাতারের একদল কূটনীতিক। সেখানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাদের মধ্যে তিনজন নিহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রিপোর্টে বলা হয়, রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় মিশরে কাতারের দূতাবাস জানায়— লোহিত সাগরের অবকাশযাপন কেন্দ্র শারম আল-শেখের নিকটবর্তী এলাকায় সড়ক দুর্ঘটনায় আমিরি দিওয়ান (কাতারের শীর্ষ সরকারি সংস্থা)-এর তিন কর্মকর্তা প্রাণ হারান।
দূতাবাস আরও জানায়, দুর্ঘটনায় আহত দুজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ ও আহতদের দোহায় ফিরিয়ে আনার প্রক্রিয়াও রোববারই সম্পন্ন করা হবে।
দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, শারম আল-শেখ শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে একটি বাঁক ঘোরার সময় কাতারি কূটনীতিকদের বহনকারী গাড়িটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনার মাত্র কয়েকদিন আগেই কাতার, তুরস্ক ও মিশরের কর্মকর্তারা ওই শহরেই গাজা যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ বৈঠক করেন। ওই আলোচনার ফলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শেষের একটি প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়।
এই চুক্তি চূড়ান্ত করার উদ্দেশ্যে আসন্ন সোমবার শারম আল-শেখে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন আয়োজনের কথা রয়েছে।