ইরানে হামলা: 'সব লক্ষ্য পূরণ'— জানালেন নেতানিয়াহু

২৪ জুন ২০২৫ - ০৯:২৭ পূর্বাহ্ণ
 0
ইরানে হামলা: 'সব লক্ষ্য পূরণ'— জানালেন নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ‘সব কৌশলগত লক্ষ্য অর্জন’ করার দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৪ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

ইসরাইল সরকারের জারি করা বিবৃতিতে বলা হয়, সোমবার রাতে প্রতিরক্ষামন্ত্রী, গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান এবং মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠকে তিনি জানান, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামক অভিযানে ইসরাইল শুধু তার মূল লক্ষ্যই নয়, বরং অতিরিক্ত কিছু কৌশলগত সাফল্যও অর্জন করেছে।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের পারমাণবিক কার্যক্রম ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে উদ্ভূত হুমকি এই অভিযানের মাধ্যমে দমন করা সম্ভব হয়েছে।

ইসরাইলি বাহিনীর দাবি, তেহরানের আকাশসীমায় তারা সম্পূর্ণ বিমান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর পাশাপাশি, ইরানের সামরিক কমান্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটানো এবং একাধিক গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো ধ্বংস করার কথাও জানানো হয়।

এ অভিযানের পুরো পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ছিল বলেও ইসরাইলি পক্ষ জানায়। যুদ্ধবিরতির লক্ষ্যে ট্রাম্পের দেওয়া প্রস্তাবকেও ইসরাইল গ্রহণ করেছে বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়।

তবে যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে ইসরাইল উপযুক্ত ও কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

পূর্ববর্তী প্রেক্ষাপটে, ইরান সম্প্রতি ইরাক ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই ঘটনার পরপরই ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে বিরতির আগেই ইরান ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যেগুলো ইসরাইলের ভূখণ্ডে আঘাত হানে।