আফগানিস্তানকেও ভারতের মতো জবাব দেওয়া হবে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় টানা গোলাগুলির ঘটনায় উত্তেজনা বাড়ছে। শনিবার সীমান্তবর্তী অঞ্চলে আফগান বাহিনীর হামলার পর দ্রুত পাল্টা আক্রমণ চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এক প্রতিক্রিয়ায় বলেন, আফগান বাহিনীর হামলার জবাবে ‘ইটের বদলে পাথর’ দিয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর আক্রমণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের সেনারা যে জবাব দিয়েছে, তা সুস্পষ্ট বার্তা বহন করে— উসকানির সুযোগ এখানে নেই।
মোহসিন নাকভি আরও বলেন, “আমাদের সেনাবাহিনী সম্পূর্ণ সজাগ ও প্রস্তুত। জাতি সেনাবাহিনীর পাশে দৃঢ়ভাবে রয়েছে।”
পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, আফগানিস্তানের একাধিক সীমান্ত চৌকিতে পাল্টা হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করা হয়েছে। এ অভিযানে আর্টিলারি, ট্যাংকসহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে।
অন্যদিকে, আফগান বাহিনীর গোলাবর্ষণে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররাম, ডার, চিত্রাল এবং বেলুচিস্তানের বারামচা এলাকায় অবস্থিত একাধিক সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।