দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও কক্সবাজারে পর্যটকের ঢল

৩ অক্টোবর ২০২৫ - ০৮:৩২ পূর্বাহ্ণ
 0
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও কক্সবাজারে পর্যটকের ঢল

দেশজুড়ে টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মাঝেও দেশের প্রধান সমুদ্রবন্দর কক্সবাজার এখন পর্যটকে মুখর। শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে সৈকতের লাবনী, সুগন্ধা, কলাতলীসহ বিভিন্ন পয়েন্টে ছুটে আসা পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অনেকেই সৈকতে সময় কাটাচ্ছেন, উপভোগ করছেন ঢেউয়ের গর্জন আর সাগরের অপরূপ সৌন্দর্য। কেউ কেউ ঘুরে বেড়াচ্ছেন শহরের অন্যান্য আকর্ষণীয় দর্শনীয় স্থানে।

শহরের হোটেল-মোটেলগুলোতেও পর্যটকদের ভিড়ে ব্যস্ত সময় পার করছে ব্যবসায়ীরা। নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সদস্যরা সৈকতের বিভিন্ন পয়েন্টে বিশেষ নজরদারি চালাচ্ছেন।

এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বান্দরবানের রুমায় অবস্থিত দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘কেওক্রাডং’-এর পথে রোমাঞ্চপ্রেমীরা ভিড় করছেন। একইভাবে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন স্পটেও ভ্রমণপিপাসুদের উপস্থিতি চোখে পড়ছে। বিশেষ করে সাজেক উপত্যকায় দল বেঁধে যাচ্ছেন পর্যটকেরা, উপভোগ করছেন পাহাড়ি প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য।