আজ বিজয়া দশমী, দেবী দুর্গার প্রতিমা বিসর্জনে শেষ হবে পূজা
পূজা-অর্চনা ও অঞ্জলীর মধ্য দিয়ে শুরু হয়েছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার (২ অক্টোবর) শুভ বিজয়া দশমী। এদিনের মধ্য দিয়ে সমাপ্ত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সব আয়োজন।
সকালের পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চলছে দেবী বিদায়ের প্রস্তুতি। শারদীয় উৎসবের এই শেষ দিনে ভক্তদের মনে নেমে এসেছে বিদায়ের বেদনা। তারা জানান, বিদায়ের ক্ষণে দেবীর কাছে একমাত্র প্রার্থনা— সুখ, শান্তি ও সমৃদ্ধি। এবারের দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।
ধর্মগ্রন্থ অনুযায়ী, এ বছর দেবী দুর্গা দোলায় আরোহন করে স্বর্গলোকে ফিরে যাবেন। এর আগে মহাসপ্তমীর দিনে তিনি গজে আরোহণ করে মর্ত্যে আগমন করেছিলেন।
বিশ্বাস করা হয়, দশমী রাত শেষ হওয়ার পর দেবী দুর্গা পিত্রালয় ত্যাগ করে স্বামীগৃহ কৈলাসে ফিরে যান। প্রতি বছর আশ্বিন বা কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত জগজ্জননী উমা তাঁর ভক্তদের কাছে বেড়াতে আসেন। সেই ঐতিহ্যবাহী পাঁচ দিনের শারদ উৎসব আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে।
সন্ধ্যার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সমাপ্ত হবে। এর পরপরই অনুষ্ঠিত হবে অপরাজিতা পূজা। মন্দির প্রাঙ্গণে শান্তি ও আশীর্বাদ গ্রহণের মাধ্যমে পূর্ণতা পাবে এবারের আয়োজন।
পঞ্জিকা অনুযায়ী, আজ দশমী তিথি থাকবে দিবা ৩টা ২৪ মিনিট পর্যন্ত। এর আগে, দিবা ৯টা ৫৭ মিনিটের মধ্যে বিজয়া দশমীর বিহিত পূজা শেষ করে বিসর্জনের কাজ শুরু হবে।
দেবী দুর্গা শুধু ভক্তির আসনেই নয়, স্নেহময় কন্যা রূপেও বাঙালি হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাই তাঁর আগমনে যেমন আনন্দ, বিদায়ের ক্ষণেও তেমনি বিষাদে ভরে ওঠে ঘরে ঘরে।