নারী বিশ্বকাপ: পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ

২ অক্টোবর ২০২৫ - ০৬:২৮ পূর্বাহ্ণ
 0
নারী বিশ্বকাপ: পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ

নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোর মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

প্রস্তুতি ম্যাচে প্রত্যাশিত ফল না পেলেও মূল আসরে ইতিবাচক শুরু করতে চায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন লাল-সবুজ দল। সাম্প্রতিক পরিসংখ্যানও টাইগ্রেসদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে বাংলাদেশ।

তবে ম্যাচ শুরুর আগে একটি দুঃসংবাদ কড়া নাড়ল বাংলাদেশ শিবিরে। দলের কোচ সারোয়ার ইমরান হঠাৎ মাইনর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। সৌভাগ্যবশত প্রাথমিক চিকিৎসার পর তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, শ্রীলঙ্কার মাটিতে এটিই হবে বাংলাদেশের শেষ ম্যাচ। এরপর বিশ্বকাপে নিজেদের পরবর্তী ছয়টি ম্যাচ ভারতের তিনটি ভিন্ন ভেন্যুতে খেলবে জ্যোতিদের দল।