যুক্তরাষ্ট্রে শাটডাউন, স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

১ অক্টোবর ২০২৫ - ১০:৩৫ পূর্বাহ্ণ
 0
যুক্তরাষ্ট্রে শাটডাউন, স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

অর্থায়ন বিল নিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম আংশিকভাবে স্থবির হয়ে পড়েছে। ফলে বহু ফেডারেল দপ্তর বন্ধ হয়ে গেছে এবং বিপুল সংখ্যক কর্মী সাময়িক ছুটিতে গেছেন। এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়ছে আর্থিক খাতে। বুধবার (১ অক্টোবর) বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়, অন্যদিকে মার্কিন ডলারের দর কমে যায়। নিরাপদ বিনিয়োগের জায়গা হিসেবে শাটডাউন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন বলে জানিয়েছে রয়টার্স।

আন্তর্জাতিক বাজারে সেদিন আউন্সপ্রতি স্বর্ণের দাম দাঁড়ায় ৩ হাজার ৮৭৫ ডলারে, যা টানা তৃতীয় দিনের মতো নতুন রেকর্ড। একই সময়ে এস অ্যান্ড পি (S&P) ৫০০ ফিউচার এবং নাসডাক ফিউচার সূচক ০.৫ শতাংশ হ্রাস পায়। তবে ইউরোপীয় ফিউচার মার্কেটে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক কাইল রোদ্দা বলেন, “সরকারি কার্যক্রম বন্ধ থাকা সাধারণত বাজারকে স্থবির করে না। এর আগেও ২০১৮-২০১৯ সালে এক মাসের বেশি সময় ধরে শাটডাউন চললেও ওয়াল স্ট্রিটে উত্থান দেখা গিয়েছিল।”

তবে তিনি সতর্ক করে দেন যে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ দুটি বড় সমস্যা সামনে আসতে পারে—প্রথমত, অ-কৃষি খাতের কর্মসংস্থানসংক্রান্ত সরকারি তথ্য প্রকাশে বিলম্ব; দ্বিতীয়ত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছেন, যা শ্রমবাজারে অস্থিরতা তৈরি করতে পারে।

প্রসঙ্গত, ২০২৫ অর্থবছরের মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে অর্থায়নের সময়সীমা পেরিয়ে গেলে যুক্তরাষ্ট্র কার্যত শাটডাউনে প্রবেশ করে। এতে অপ্রয়োজনীয় খাতের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের মতো জরুরি সেবাগুলো সচল রয়েছে। তবে এসব খাতের কর্মীরা আপাতত কোনো বেতন পাচ্ছেন না।