ভারতীয়দের বিদেশি পণ্য বর্জন করতে বললেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে বিদেশি পণ্যের ব্যবহার থেকে বিরত থেকে দেশীয় পণ্যের প্রতি ঝুঁকতে আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে তিনি স্বনির্ভরতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কাঠামো। তার আগের দিন, রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মোদি এই বার্তা দেন।
রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকেই মোদি দেশীয় উৎপাদিত পণ্য ব্যবহারের ওপর জোর দিচ্ছেন। ইতোমধ্যে তার সমর্থকরা যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্র্যান্ড ম্যাকডোনাল্ডস, পেপসিসহ বিভিন্ন মার্কিন কোম্পানির পণ্য বয়কট করার আন্দোলন শুরু করেছে।
নিজের ভাষণে মোদি বলেন, “আমরা প্রতিদিন এমন বহু পণ্য ব্যবহার করি, যা বিদেশে তৈরি। অথচ তা আমরা খেয়ালও করি না। আমাদের অবশ্যই এই নির্ভরশীলতা কাটাতে হবে।” তিনি আরও যোগ করেন, দেশীয় বাজারে তৈরি পণ্যের ব্যবহার বৃদ্ধি পেলে অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
যদিও কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে স্পষ্টভাবে দেশীয় উৎপাদিত পণ্য কেনার ওপর গুরুত্ব আরোপ করা হয়। একইসঙ্গে খুচরা ব্যবসায়ীদেরও স্থানীয় পণ্য বিক্রিতে উৎসাহী হওয়ার আহ্বান জানান তিনি।
ভারতের বিপুল জনসংখ্যা (প্রায় ১.৪ বিলিয়ন) দীর্ঘদিন ধরেই আমেরিকান ভোগ্যপণ্যের একটি বড় বাজার। অ্যামাজন ডটকমসহ মার্কিন অনলাইন রিটেইলারগুলোর মাধ্যমে প্রচুর পণ্য ভারতীয়রা ক্রয় করে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে স্থানীয় উৎপাদক ও কোম্পানিগুলো দেশীয় পণ্যের প্রচারণা জোরদার করেছে।
এদিকে, দুই দেশের বাণিজ্যিক টানাপোড়েন কমাতে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল শিগগিরই আলোচনার জন্য ওয়াশিংটন সফরে যাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।