ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছেছে ৬৯–এ। আকস্মিক এই কম্পনে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাতারাতি বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সরকারি সংস্থাগুলো ইতোমধ্যেই উদ্ধার কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি বিদ্যুৎ ও পানির লাইন সচল করতে জরুরি মেরামত কাজও চলছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে সেবু প্রদেশের উপকূলে ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পকেন্দ্রের কাছেই অবস্থিত বোগো শহরের হাসপাতাল এখন আহত রোগীতে ভরে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সিভিল ডিফেন্স কর্মকর্তা রাফি আলেহান্দ্রো। এদিকে সংস্থাটির আঞ্চলিক তথ্য কর্মকর্তা জেন আবাপো জানিয়েছেন, নিহতের সংখ্যা প্রাথমিকভাবে ৬৯ হলেও তা এখনও যাচাই-বাছাই চলছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন গন্তব্য সেবু শহরে প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস। ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেও দেশটির দ্বিতীয় ব্যস্ততম ম্যাকতান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবুর সান রেমিজিও শহর। সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শহরের সহকারী মেয়র আলফি রেইনেস জানান, টানা বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ নেই, পানির লাইন নষ্ট হয়ে যাওয়ায় মানুষ চরম সংকটে পড়েছে। তাই খাদ্য, বিশুদ্ধ পানি এবং ভারী উদ্ধার সরঞ্জাম পাঠানোর জন্য তিনি জরুরি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন।