ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি ইরান, জানালেন সিনিয়র কর্মকর্তা

২৪ জুন ২০২৫ - ০৯:৫৩ পূর্বাহ্ণ
 0
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি ইরান, জানালেন সিনিয়র কর্মকর্তা

ইরানের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি আছে ইরান। খবর টাইমস অব ইসরায়েল

আলোচনার বিষয়ে অবগত ইরানের একজন কর্মকর্তা বলেছেন, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি ফোন কলে ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার মাধ্যমে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে সম্মতির বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওই কর্মকর্তা আরও বলেন, সোমবার (২৩ জুন) কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পর ইরানকে এই প্রস্তাব দেয়া হয়।

    কর্মকর্তারা বলেন, ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি জানালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকেও রাজি করাতে দোহার কাছে সহযোগিতা চান। এরপরই ইরানকে ফোন করা হয়।