বাজেট সংকটে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে ট্রাম্প প্রশাসন

১ অক্টোবর ২০২৫ - ০৯:৪২ পূর্বাহ্ণ
 0
বাজেট সংকটে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে ট্রাম্প প্রশাসন

বাজেট নিয়ে দ্বন্দ্বের জেরে আবারও শাটডাউনের মুখে পড়ল যুক্তরাষ্ট্র সরকার। বুধবার (১ অক্টোবর) রাত থেকে কার্যত অচল হয়ে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।

সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, সরকারি ব্যয়ের মেয়াদ শেষ হওয়ার আগে অন্তর্বর্তীকালীন বাজেট বিল সিনেটে পাস করাতে ব্যর্থ হন আইনপ্রণেতারা। এর ফলে ২০১৮ সালের পর দেশটিতে আবারও শাটডাউনের পরিস্থিতি সৃষ্টি হলো।

মূলত কংগ্রেসে বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের দ্বন্দ্বকে দায়ী করা হচ্ছে এই অচলাবস্থার জন্য। মঙ্গলবার রাতে ডেমোক্রেট সমর্থিত সরকারি ব্যয় বাড়ানোর প্রস্তাবের ওপর ভোট হয়। কিন্তু বিলটি পাশ হওয়ার জন্য প্রয়োজনীয় ৬০ ভোট না পেয়ে ৪৭-৫৩ ভোটে তা প্রত্যাখ্যাত হয়।

ফলে ‘অপ্রয়োজনীয়’ হিসেবে বিবেচিত বহু সরকারি কর্মসূচি বন্ধ হয়ে যেতে পারে এবং খরচ কমানোর লক্ষ্যে বিপুল সংখ্যক কর্মচারী চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন। এতে জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ সরকারি সেবা কার্যক্রমও স্থবির হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে দেশটিতে ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউন হয়েছিল, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।