শেষ ওয়ানডেতে একশও পার হলো না বাংলাদেশ, আফগানিস্তানের হোয়াইটওয়াশ

১৪ অক্টোবর ২০২৫ - ২০:০৩ অপরাহ্ণ
 0
শেষ ওয়ানডেতে একশও পার হলো না বাংলাদেশ, আফগানিস্তানের হোয়াইটওয়াশ

মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ের শিকার হয়ে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে। আগের ম্যাচে মাত্র ১০৯ রান করতে পারলেও, এবার ব্যাটিং আরও খারাপভাবে ধসেছে। একমাত্র ওপেনার সাইফ হাসান ছাড়া দলের কেউই দুই অঙ্কের স্কোর স্পর্শ করতে পারেননি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আবুধাবিতে ২৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৭.১ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৯৩ রানে থেমে যায়। এ ফলাফলের কারণে তিন ম্যাচের সিরিজে আফগানিস্তান পুরোপুরি জয়ী হয়ে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে।

বাংলাদেশের ব্যাটিং লাইনআপে একের পর এক ব্যর্থতা দেখা যায়। তৃতীয় ওয়ানডেতে নতুন সুযোগ পাওয়া মোহাম্মদ নাঈম ২৪ বল খেলে ৭ রান করে আউট হন। নাজমুল হোসেন শান্ত ১৬ বল খেলে মাত্র ৩ রান করে ফিরে যান। তাওহীদ হৃদয় ১২ বলে ৭ রান করে রশিদ খানের বলে বোল্ড হন। এরপর মেহেদী হাসান মিরাজ (৬), শামীম হোসেন (০) ও নুরুল হাসান সোহান (৪) ব্যর্থ হন। দলের সর্বোচ্চ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে, ৫৪ বলে ৩ ছক্কা ও ২ চারের মারে ৪৩ রানের ইনিংস খেলে তিনি বোল্ড হন।

টেলএন্ডাররা দলকে ৯৩ রানে পৌঁছে দেয়।

অন্যদিকে আফগানিস্তানের বোলিং আক্রমণ ঝড়ো ছিল। ৩৩ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন বিলাল সামি। রশিদ খানও মাত্র ১২ রান খরচায় ৩ উইকেট তুলে নেন। তিন ম্যাচের সিরিজে রশিদ খান ১১ উইকেট নিয়ে আফগানিস্তানের জন্য এলিট বোলারের ক্লাবে জায়গা করে নেন।

এর আগে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন ইব্রাহিম জাদরান (১১১ বল, ৭ চার, ২ ছক্কা)। মোহাম্মদ নবি ৩৭ বলে ৬২ অপরাজিত রান করেন (৫ ছক্কা, ৪ চার)। রহমানউল্লাহ গুরবাজ ৪৪ বলে ৪২ রান যোগ করেন। বাংলাদেশের পক্ষে সাইফ হাসান ৩ উইকেট নিয়েছেন, এছাড়া হাসান মাহমুদ ও তানভীর ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন।

আজকের জয় বাংলাদেশকে বিপর্যয়ে ফেলে দিয়েছে। আফগানিস্তান ২২ ওয়ানডে খেলে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয় অর্জন করেছে। এ জয়ের ব্যবধান ২০০ রান। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩২ রানের ব্যবধানে জয় ছিল তাদের সর্বোচ্চ।

এদিকে আফগানিস্তান সবশেষ তিন ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারিয়েছে। আগের দুই সিরিজে বাংলাদেশ একটি করে ম্যাচ জেতার কারণে হোয়াইটওয়াশ এড়াতে পেরেছিল।