হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যে একাদশ নামাতে পারে বাংলাদেশ

টানা দুই সিরিজে হারের পর বেশ চাপে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের পর এবার পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হার নিশ্চিত হয়েছে টাইগারদের। তবে হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল।
তবে আজকের ম্যাচে দলে কিছু পরিবর্তন আসতে পারে। চোটের কারণে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম। মাত্র ১৪ জনের স্কোয়াডে বড় পরিবর্তনের সুযোগ না থাকলেও অভিষেক হতে পারে খালেদ আহমেদের। স্পিন বিভাগে রিশাদ হোসেনের জায়গায় দেখা যেতে পারে তানভীর ইসলামকে। আবার দলে ফিরতে পারেন সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান।
সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং লাইনআপ। দুই-একটি ঝলক ছাড়া পুরো সিরিজেই ব্যর্থ টপ অর্ডার। পাকিস্তানের দ্বিতীয় সারির পেস আক্রমণের বিপক্ষেও দাঁড়াতে পারেননি ব্যাটাররা। আজকের ম্যাচে দলে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত, যদিও তাকে ব্যাটিং অর্ডারের কোন স্থানে খেলানো হবে তা নিয়ে ভাবনায় টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারে হৃদয়, জাকের এবং শামীম পাটোয়ারির ফর্ম নিয়েও রয়েছে উদ্বেগ।
টাইগারদের সামনে আজ শুধু একটি ম্যাচ নয়, একটি সম্ভাবনার লড়াই। হোয়াইটওয়াশ এড়ানো এবং একই সঙ্গে পাকিস্তানের মাটিতে প্রথম জয় তুলে নেয়ার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।