বন্ধুকে মারধরের অভিযোগে তাসকিন বললেন, ‘গুজবে বিভ্রান্ত হবেন না’

২৮ জুলাই ২০২৫ - ১৩:০৯ অপরাহ্ণ
 0
বন্ধুকে মারধরের অভিযোগে তাসকিন বললেন, ‘গুজবে বিভ্রান্ত হবেন না’

বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে এক বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বন্ধু সিফাতুর রহমান সৈকত মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগও করেছেন। 

সোমবার (২৮ জুলাই) সকালে এই ঘটনা গণমাধ্যমে আসার পর বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট করেছেন তাসকিন। টাইগার পেসার সবাইকে অনুরোধ করেছেন, ‘গুজবে বিভান্ত্র হবেন না’।

পোস্টে তাসকিন লিখেছেন, 'আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজববে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। ((মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)) 
আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।'

এদিকে বিষয়টি নিয়ে বিসিবির পরিচালক এবং মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মিডিয়ায় সকালে খবরটি দেখেছি। আমাদের পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুল ও ফাহিম ভাইও বিষয়টি দেখছেন। তদন্ত শুরু হয়েছে। যদি ঘটনা সত্য হয়, তবে সেটি অত্যন্ত দুঃখজনক। জাতীয় দলের একজন আইকন ক্রিকেটারের এমন ঘটনায় জড়ানো উচিত নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর মন্তব্য করতে চাই না।’

উল্লেখ্য, জাতীয় দলে আসার পর থেকেই তাসকিন ছিলেন বোর্ড এবং খেলোয়াড়দের গুডবুকে। কখনো বোর্ডের নির্দেশ অমান্য করে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগও খেলতে যাননি। সেই তাসকিনকে নিয়ে এখন এত বড় অভিযোগ! সময়ের সঙ্গে বড় তারকা ট্যাগ পাওয়া তাসকিনের বিরুদ্ধে এমন অভিযোগকে রীতিমতো দুঃখজনক বলে মন্তব্য করেছেন অনেকে।