বাংলাদেশের প্রকৃত নায়ক মুক্তিযোদ্ধারা: তানজিম
চলছে বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালে এই মাসেই স্বাধীনতা লাভ করে জন্ম নেয় বাংলাদেশ নামের ভূখণ্ড। মহান বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গর্বের সঙ্গে স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব।
তানজিম লিখেছেন, ‘আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের ছিল না ট্রেনিং,যারা প্রশিক্ষিত ছিলেন না, কীভাবে যুদ্ধ করতে হবে জানতেন না, তারপরও দেশের টানে মাটির টানে পাক হানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন।’
স্ট্যাটাসে তানজিম মুক্তিযোদ্ধাদের নিয়ে বলেন, ‘যারা (মুক্তিযোদ্ধা) আমাদের ভীতু জাতি থেকে সাহসী জাতি করেছিলেন, যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি, তাদের নিয়ে আমি গর্ব বোধ করি। বাংলাদেশের প্রকৃত হিরো (নায়ক), প্রকৃত সেলিব্রিটি (তারকা) আমাদের মুক্তিযোদ্ধারা।’
সাদা বলে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য তানজিম, বিশেষ করে টি-টোয়েন্টিতে। সবশেষ আয়ারল্যান্ড সিরিজেও ছিলেন স্কোয়াডে। ২ ম্যাচ খেলে শিকার করেছেন ৩টি উইকেট। সবমিলিয়ে ৪০টি টি-টোয়েন্টি খেলে ৪৭ উইকেট নিয়েছেন তিনি। ১৫ ওয়ানডেতে ২৪ উইকেট তার। টেস্ট খেলেছেন মোটে ১টি।